দেশের প্রথম সারির জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জিসান আহমেদ।
বুধবার (২৩ এপ্রিল) দৈনিকটির সম্পাদক হাসান হাফিজ স্বাক্ষরিত নিয়োগপত্রটি জিসান আহমেদের হাতে তুলে দেন নির্বাহী সম্পাদক হায়দার আলী।
জিসান আহমেদ যমুনা টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। কালের কণ্ঠে নিয়োগ পাওয়ায় সকলের কাছে দোয়া কামনা করেছেন জিসান আহমেদ। একইসাথে পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
এএইচ