চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে আলোকদিয়া বাজারে লাল্টুর চায়ের দোকানে এঘটনা ঘটে।

আহত সাইফুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে অভিযোগ করে বলেন, এলাকায় যারা গাজার ব্যবসা করে তাদেরকে আমি নিষেধ করেছিলাম। এ কারণে রেজার ছেলে রিয়াদ আমার সঙ্গে গণ্ডগোল সৃষ্টি করে। এই বিষয় নিয়ে স্থানীয়ভাবে মিমাংসাও হয়েছিল। রিয়াদ আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত। এরই জের ধরে আজ রাতে আবারো রিয়াদ, রাসেল, টুটুলসহ বেশ কয়েকজন চাপাতি, রড ও লাঠি নিয়ে আমার উপর হামলা চালায়। আমাকে বেধড়ক পিটিয়ে আহত করে তারা। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল সাকিব রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সাইফুলের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে লোহা জাতীয় কোন ধাতুর আঘাতে জখম হয়েছেন। তার মাথায় একাধিক সেলায় প্রদান করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এমন ঘটনা এখনো আমি শুনিনি। বিস্তারিত খোজ নিচ্ছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এএইচ