চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে মাসব্যাপী খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে জেলা বিএনপি।
আজ মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ এ কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, গত কয়েকদিন যাবত জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপদাহ চলছে। এতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও রাস্তায় চলাচলরত পথচারীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। অনেকের শরীরে পানি শুন্যতা সৃষ্টি হচ্ছে।

শরীফুজ্জামান শরীফ বলেন, অসহনীয় গরমে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে জেলা বিএনপি তৃষ্ণার্ত পথচারীদের জন্য মাসব্যাপি খাবার পারি ও স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়েছে। উদ্যোগের প্রথম দিন এক হাজার প্যাকেট খাবার স্যালাইন ও এক হাজার বোতল পানি বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিবসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এএইচ
অর্নব আহমেদ আশিক, নিজস্ব প্রতিবেদক 






















