০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হলো সাহিত্য পরিষদের ‘পদধ্বনি’-এর ১৫৯১তম আসর

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯১তম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল চারটায় শহরের শহীদ আলাউল হলে এ আসরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
আসরে স্বরচিত কবিতা পাঠ করেন, মো. খালেকুজ্জামান, হারুন অর রশিদ, লতিফা রহমান বনলতা, মর্জিনা খাতুন, মো. আব্বাসউদ্দীন, গুরু কাজল মল্লিক, শহিদুল ইসলাম, জি এম জোয়ার্দার ও আবু নাসিফ খলিল।

পঠিত কবিতা ও লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, কাজল মাহমুদ, মো. হুমায়ুন কবীর ও মো. গোলাম কবীর মুকুল।

সাহিত্য আসরের বিশেষ মুহূর্তে কবি শেখ পিন্টু তার সম্পাদিত সাহিত্য সংকলন ‘শব্দসারি’ উপস্থিত কবি ও সাহিত্যিকদের মাঝে বিতরণ করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি ইকবাল আতাহার তাজ বলেন, নিয়মিত সাহিত্যচর্চার মাধ্যমেই নতুন লেখক তৈরি হয়। পদধ্বনি শুধু একটি সাহিত্য আসর নয়, এটি চুয়াডাঙ্গার সংস্কৃতিচর্চার প্রাণ। এরপর সভাপতি মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’-এর ১৫৯১তম পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা সভা

চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হলো সাহিত্য পরিষদের ‘পদধ্বনি’-এর ১৫৯১তম আসর

প্রকাশের সময় : ০৬:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯১তম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল চারটায় শহরের শহীদ আলাউল হলে এ আসরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
আসরে স্বরচিত কবিতা পাঠ করেন, মো. খালেকুজ্জামান, হারুন অর রশিদ, লতিফা রহমান বনলতা, মর্জিনা খাতুন, মো. আব্বাসউদ্দীন, গুরু কাজল মল্লিক, শহিদুল ইসলাম, জি এম জোয়ার্দার ও আবু নাসিফ খলিল।

পঠিত কবিতা ও লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, কাজল মাহমুদ, মো. হুমায়ুন কবীর ও মো. গোলাম কবীর মুকুল।

সাহিত্য আসরের বিশেষ মুহূর্তে কবি শেখ পিন্টু তার সম্পাদিত সাহিত্য সংকলন ‘শব্দসারি’ উপস্থিত কবি ও সাহিত্যিকদের মাঝে বিতরণ করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি ইকবাল আতাহার তাজ বলেন, নিয়মিত সাহিত্যচর্চার মাধ্যমেই নতুন লেখক তৈরি হয়। পদধ্বনি শুধু একটি সাহিত্য আসর নয়, এটি চুয়াডাঙ্গার সংস্কৃতিচর্চার প্রাণ। এরপর সভাপতি মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’-এর ১৫৯১তম পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।