০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে স্বর্ণসহ চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে ভারতে স্বর্ণ পাচারের প্রাক্কালে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) এ অভিযান পরিচালনা করে হলেও আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক হায়দার আলী সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক হাসেম বিশ্বাস দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নির্দেশে একটি সশস্ত্র টহলদল সীমান্ত পিলার ৯৩/৩-আর থেকে আনুমানিক ১২০০ গজ বাংলাদেশের ভেতরে কুতুবপুর পাকা রাস্তার পাশে অ্যাম্বুশ স্থাপন করে। সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে একটি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি। টহলদল থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তল্লাশিকালে তার লুঙ্গির মধ্যে স্কচটেপ মোড়ানো একটি প্যাকেট থেকে ১৪০.৫৩ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও মোটরসাইকেলও জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণ, মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ২৬ লাখ ৮৩ হাজার ৫১৭ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষে সুবেদার মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা একটি দায়ের করেছেন। আটক আসামী ও উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে এবং স্বর্ণের বারটি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে স্বর্ণসহ চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে স্বর্ণসহ চোরাকারবারি আটক

প্রকাশের সময় : ০৯:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে ভারতে স্বর্ণ পাচারের প্রাক্কালে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) এ অভিযান পরিচালনা করে হলেও আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক হায়দার আলী সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক হাসেম বিশ্বাস দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নির্দেশে একটি সশস্ত্র টহলদল সীমান্ত পিলার ৯৩/৩-আর থেকে আনুমানিক ১২০০ গজ বাংলাদেশের ভেতরে কুতুবপুর পাকা রাস্তার পাশে অ্যাম্বুশ স্থাপন করে। সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে একটি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি। টহলদল থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তল্লাশিকালে তার লুঙ্গির মধ্যে স্কচটেপ মোড়ানো একটি প্যাকেট থেকে ১৪০.৫৩ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও মোটরসাইকেলও জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণ, মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ২৬ লাখ ৮৩ হাজার ৫১৭ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষে সুবেদার মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা একটি দায়ের করেছেন। আটক আসামী ও উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে এবং স্বর্ণের বারটি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।