চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফফান হোসেন নামের ১৯ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৩ মে) বেলা ২টার দিকে নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। দুই ছেলে-মেয়ের মধ্যে আফফান ছিল ছোট। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
নিহত শিশু আফফান হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ এলাকার মানিকদিহিপাড়ার সোনালী ব্যাংকের কর্মচারি আরিফ হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ রেডিও চুয়াডাঙ্গাকে নিশ্চিত করে বলেন, দুপুরে বাড়ির উঠানে কলপাড়ে আরিফ হোসেন গোসল করছিলেন। পাশেই বৈদ্যুতিক মোটর চলছিল। এ সময় শিশু আফফান খেলতে খেলতে লিকেজ থাকা মোটরের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমানের সরকারি নাম্বারে কল করা হলে তিনি রিসিভ করেননি।
এএইচ