০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

দৈনিক জনবাণীর সম্পাদকসহ চার সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সহ চার জন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

দৈনিক জনবাণী পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি শামসুজ্জোহা রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সহসভাপতি রফিক রহমান, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব, সিনিয়র সাংবাদিক এমএ মামুন, প্রচার-প্রকাশনা সম্পাদক জহির রায়হান, দপ্তর সম্পাদক আবুল হাসেম সদস্য মফিজ জোয়ার্দ্দার প্রমুখ। মানববন্ধনটি সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মেহেরাব্বিন সানভি।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর রহমান হোসেনের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। সমাজের দর্পণ সাংবাদিকদের উপর এই জঘন্যতম হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মানববন্ধনে বক্তারা বলেন, এ ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। বর্তমান সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। এসকল দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনা কেউ যেন ঘটাতে সাহস না করে।

আরও পড়ুন

প্রসঙ্গত, বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বাংলামোটর এলাকায় প্লানাস টাওয়ার সংলগ্ন পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলা হয়। হামলার ঘটনায় জনবাণী পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন আহত হন।সন্ধ্যা ৬টায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত সবাই প্রাথমিক চিকিৎসা নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

এক চাকা নিয়ে ঢাকায় অবতরণ করলো বিমানের ফ্লাইট, নিরাপদে ৭১ যাত্রী

দৈনিক জনবাণীর সম্পাদকসহ চার সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:৪১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সহ চার জন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

দৈনিক জনবাণী পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি শামসুজ্জোহা রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সহসভাপতি রফিক রহমান, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব, সিনিয়র সাংবাদিক এমএ মামুন, প্রচার-প্রকাশনা সম্পাদক জহির রায়হান, দপ্তর সম্পাদক আবুল হাসেম সদস্য মফিজ জোয়ার্দ্দার প্রমুখ। মানববন্ধনটি সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মেহেরাব্বিন সানভি।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর রহমান হোসেনের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। সমাজের দর্পণ সাংবাদিকদের উপর এই জঘন্যতম হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মানববন্ধনে বক্তারা বলেন, এ ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। বর্তমান সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। এসকল দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনা কেউ যেন ঘটাতে সাহস না করে।

আরও পড়ুন

প্রসঙ্গত, বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বাংলামোটর এলাকায় প্লানাস টাওয়ার সংলগ্ন পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলা হয়। হামলার ঘটনায় জনবাণী পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন আহত হন।সন্ধ্যা ৬টায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত সবাই প্রাথমিক চিকিৎসা নেন।