চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে দুজন ব্যক্তিকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ৬ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১৭ মে) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক দুজন হলেন, দর্শনা থানাধীন হরিশচন্দ্রপুর গ্রামের মওলা বক্সের ছেলে টুটুল মিয়া (২৩) ও ফুলবাড়ি গ্রামের নুহু নবীর গাইনের ছেলে সাইদুর রহমান (৩৮)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দর্শনা থানাধীন রামনগর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ও সঙ্গীয় ফোর্স।
এ সময় রামনগর এলাকা হতে পরানপুর গামী একটি ইজিবাইক গতিরোধ করে দুজনকে আটক করে। পরে তাদের নিকট থেকে ছয় কেজি ১২০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৮৪ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃতদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এএইচ