০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিবাদ ও নিন্দা প্রকাশ

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি

সোমবার (২১ অক্টোবর) চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত সময়ের সমীকরণ পত্রিকার প্রধান কার্যালয়ে চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরি কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক প্রবীণ সাংবাদিক আজাদ মালিতা। সভায় রাজনৈতিক পক্ষ—বিপক্ষের মামলায় আসামি হিসেবে কয়েকজন সাংবাদিককে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করায় প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করা হয়।

সভায় উল্লেখ করা হয়, অতিসম্প্রতি চুয়াডাঙ্গার জীবননগর থানায় একটি মামলার শতাধিক আসামির মধ্যে ৫ জন সাংবাদিককে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্তের পর এজাহার সম্পন্ন করা হলে সাংবাদিকদের নাম আসামির তালিকায় আসার কথা নয়।
এজাহারের বর্ণনাতেও আসামিদের সম্পৃক্ততার কথা বলা নেই। তারপরও এজাহার কলামে আসামিদের নাম থাকায় ওই ৫ জন সাংবাদিককে আসামি হিসেবে অন্য আসামিদের মতো আইনি লড়াইয়ে থাকতে হবে।

সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রকাশ করেন যে, পেশাগত দায়িত্ব পালনের জন্য সব সাংবাদিককেই উভয় পক্ষের সাথে কথা বলতে হয় এবং তথ্য সংগ্রহ করতে হয়। কোনো সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া কোনোক্রমেই সুস্থ ধারার চিন্তা চেতনা নয় বরং গণমাধ্যমকে কণ্ঠরোধ করার অপচেষ্টা।

এ অবস্থায় জীবননগর থানায় দায়ের করা মামলা থেকে সাংবাদিকদের নাম আইনগত প্রক্রিয়ায় বাদ দেওয়ার দাবি জানানো হয়।

এছাড়াও নিরাপরাধ কোনো সাংবাদিককে কোনো মামলায় আসামি হিসেবে সংযোজন না করার দাবিও জানানো হয়েছে।

অনুষ্ঠিত জরুরি সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্যসচিব সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, যুগ্ম—আহ্বায়ক নাজমুল হক স্বপন, জান্নাতুল আওলিয়া নিশি, সদস্য মাহফুজ মামুন ও জিসান আহমেদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

প্রতিবাদ ও নিন্দা প্রকাশ

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশের সময় : ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সোমবার (২১ অক্টোবর) চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত সময়ের সমীকরণ পত্রিকার প্রধান কার্যালয়ে চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরি কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক প্রবীণ সাংবাদিক আজাদ মালিতা। সভায় রাজনৈতিক পক্ষ—বিপক্ষের মামলায় আসামি হিসেবে কয়েকজন সাংবাদিককে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করায় প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করা হয়।

সভায় উল্লেখ করা হয়, অতিসম্প্রতি চুয়াডাঙ্গার জীবননগর থানায় একটি মামলার শতাধিক আসামির মধ্যে ৫ জন সাংবাদিককে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্তের পর এজাহার সম্পন্ন করা হলে সাংবাদিকদের নাম আসামির তালিকায় আসার কথা নয়।
এজাহারের বর্ণনাতেও আসামিদের সম্পৃক্ততার কথা বলা নেই। তারপরও এজাহার কলামে আসামিদের নাম থাকায় ওই ৫ জন সাংবাদিককে আসামি হিসেবে অন্য আসামিদের মতো আইনি লড়াইয়ে থাকতে হবে।

সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রকাশ করেন যে, পেশাগত দায়িত্ব পালনের জন্য সব সাংবাদিককেই উভয় পক্ষের সাথে কথা বলতে হয় এবং তথ্য সংগ্রহ করতে হয়। কোনো সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া কোনোক্রমেই সুস্থ ধারার চিন্তা চেতনা নয় বরং গণমাধ্যমকে কণ্ঠরোধ করার অপচেষ্টা।

এ অবস্থায় জীবননগর থানায় দায়ের করা মামলা থেকে সাংবাদিকদের নাম আইনগত প্রক্রিয়ায় বাদ দেওয়ার দাবি জানানো হয়।

এছাড়াও নিরাপরাধ কোনো সাংবাদিককে কোনো মামলায় আসামি হিসেবে সংযোজন না করার দাবিও জানানো হয়েছে।

অনুষ্ঠিত জরুরি সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্যসচিব সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, যুগ্ম—আহ্বায়ক নাজমুল হক স্বপন, জান্নাতুল আওলিয়া নিশি, সদস্য মাহফুজ মামুন ও জিসান আহমেদ।