জমকালো আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধা সাড়ে ৬টায় দিকে চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহনা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি সাঈফ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, বিশিষ্ট্য চিকিৎসক ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির সদস্য সচিব সাফফাতুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী।
এরপর আলোচনা সভা শেষে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাঈফ জাহানের একমাত্র কন্যা লাবিসা জাহান স্যানেলেকে সাথে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত সাংবাদিক ও অতিথিবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফাইজার চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, দৈনিক শেয়ারবিজের জেলা প্রতিনিধি মফিজ জোয়ার্দ্দার, আমার সংবাদের জেলা প্রতিনিধি ইসলাম রাকিব, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি রুবাইত-বিন-আজাদ সুস্থির, সময় টিভির জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি আলমগীর কবীর শিপলু, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার চীফ রিপোর্টার আহসান আলম, দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি শামসুজ্জোহা রানা, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সোহেল সজীব, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেল প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রাম-বাংলার মানুষের প্রিয় চ্যানেল হচ্ছে মোহনা টেলিভিশন। সুস্থ বিনোদনের অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মোহনা টেলিভিশন ১৫ বছরে পথচলা আরো সুদীর্ঘ হবে। আগামীতে মোহনা টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটাবে। কোন অপশক্তি যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে হস্তক্ষেপ করতে না পারে, সাংবাদিক এবং সংবাদ মাধ্যম যেন স্বাধীনভাবে তাদের কলমের মাধ্যমে সমাজের দর্পন হিসেবে কাজ চালিয়ে যেতে পারে।
বক্তারা আরও বলেন, মোহনা টিভি দেশের প্রথম সারির একটি বিশ্বস্ত টেলিভিশন চ্যানেল, যা সততা এবং পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে।
এএইচ