চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে প্রতিনিধিদের আগমনে দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার কার্যালয় রাবিয়া ম্যানসন হয়ে ওঠে আনন্দমুখর।
দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহারি রঙে সাজানো হয়েছিল সভা কক্ষ। সেই সাথে প্রতিনিধিরাও সেজেছিল বাহারি রঙে। সকলের উপস্থিতিতে শুরু হয় আনুষ্ঠানিকতা।
অনুষ্ঠান দুই ভাগে সাজানো হয়েছিল। বেলা ১১টায় শুরু হওয়া মুল অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতে প্রধান অতিথি, সভাপতিসহ আমন্ত্রিত অতিথিদের আসনগ্রহণ ফুল দিয়ে বরণ এবং পবিত্র কোরআন তেলাওয়াত।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সর্বকনিষ্ট স্টাফ রিপোর্টার ফাহিম উদ্দিন।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা। এ সময় তিনি দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার শুরু থেকে আজ পর্যন্ত অনেক চড়াই-উৎরাই অতিক্রম করা এবং পত্রিকা প্রকাশের শুরু থেকে এ পর্যন্ত সকলের অবদানের বিষয়টি তুলে ধরেন।

আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ও দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান।
দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার আদালত প্রতিনিধি অ্যাড. ফজলে রাব্বী সাগরের প্রাণবন্ত উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সাহিত্য সম্পাদক এম এম আলাউদ্দীন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক ও পত্রিকার কর্ণধর রুবাইত-বিন-আজাদ সুস্থির প্রমুখ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আলমডাঙ্গা ব্যুরো প্রধান প্রশান্ত বিশ্বাস, দর্শনা ব্যুরো প্রধান জাহিদুল ইসলাম, জীবননগর ব্যুরো প্রধান কাজী সামসুর রহমান চঞ্চল, দামুড়হুদা প্রতিনিদি আরিফুল ইসলাম মিলন ও মেহেরপুর ব্যুরো প্রধান মাজিদ আল মামুন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনুষ্ঠান স্থলে উপস্থিত হন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশকের একমাত্র কন্যা ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার আফসানা আইরিন।
অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা দিবসের কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানে দু’জন ক্ষুদে অতিথি উপস্থিত ছিলো। তারা হলো দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতার নাতি ইহান ও ইসান।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার চীফ রিপোর্টার আহসান আলম, চীফ ডেস্ক ইনচার্জ এ এইচ কামরুল, ডেপুটি ডেস্ক ইনচার্জ সাব্বির হোসেন পল্টন, স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন দিলু, দর্শনা সহকারী ব্যুরো প্রধান চঞ্চল মেহমুদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি সাইদুর রহমান, আলমডাঙ্গা সহকারী ব্যুরো প্রধান গোলাম সরওয়ার সদু, আলমডাঙ্গা পৌর প্রতিনিধি শাহরিয়ার শরিফ, আইলহাস ইউনিয়ন প্রতিনিধি আব্দুল হান্নান, উলথী প্রতিনিধি হাসান নিলয়, সরোজগঞ্জ প্রতিনিধি রানা আহম্মেদ, মেহেরপুর বারাদী প্রতিনিধি কামাল হোসেন খান, হরিণাকুন্ডু প্রতিনিধি সাইদুর রহমান, হাউলী প্রতিনিধি আনারুল ইসলাম, কার্পাসডাঙ্গা প্রতিনিধি মেহেদী হাসান মিলন, নাটুদহ প্রতিনিধি রবিউল ইসলাম বাবু, হাটবোয়ালিয়া প্রতিনিধি নাসির উদ্দীন, কম্পিউটার টেকনিশিয়ান আশরাফুল হাসান, জাড়ানপুর প্রতিনিধি শাকিল উদ্দীন, সহকারী সার্কুলেশন ম্যানেজার অমিত কুমার দে, প্রেস অপারেটর শামীম, আকরাম প্রমুখ।
এএইচ