০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় চাঁদার টাকা ও স্বর্ণের গহনা দাবি করে চিরকুট, না দিলে হত্যার হুমকি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক লাখ টাকা চাঁদা ও স্বর্ণ চেয়ে জালাল উদ্দীন (৪৯) নামে এক প্রবাস ফেরত ব্যক্তির বাড়িতে চিরকুট পাঠিয়েছে দুর্বৃত্তরা। সময়মতো চাঁদার টাকা দেয়া না হলে জালালসহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুকমি দেয়া হয়।

এ ঘটনার পর বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভুক্তভোগী জালাল উদ্দিন বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

জালাল উদ্দিন দামুড়হুদা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত আমির শেখের ছেলে।

লিখিত অভিযোগে বলা হয়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বসত বাড়ির ভিতরে একটি লাল কালি দিয়ে লেখা চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে পরিবারের সদস্যদের নজরে আসে। চিরকুটে দুর্বৃত্তরা ১৩ জন সদস্য উল্লেখ করে নগদ এক লাখ টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল, এক জোড়া স্বর্ণের চেইন ও এক জোড়া স্বর্ণের বালা চাঁদা দাবি করে।

চিরকুটে আরও বলা হয়, বুধবার রাত ১২ টার ভিতর দাবিকৃত টাকা ও স্বর্ণালঙ্কার না দেওয়া হলে জালালসহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী জালাল উদ্দীন গণমাধ্যমকে বলেন, আমি দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলাম। সেখান থেকে ফেরার পর কৃষিকাজ করে জীবনযাপন করছি। চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী জালাল উদ্দিন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে অভিযুক্তদের সনাক্তে কাজ করছি।

One thought on “চুয়াডাঙ্গায় চাঁদার টাকা ও স্বর্ণের গহনা দাবি করে চিরকুট, না দিলে হত্যার হুমকি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মা ক্লিনিকের নার্স বিপাশার লা শ উদ্ধার

চুয়াডাঙ্গায় চাঁদার টাকা ও স্বর্ণের গহনা দাবি করে চিরকুট, না দিলে হত্যার হুমকি

প্রকাশের সময় : ১১:৩২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক লাখ টাকা চাঁদা ও স্বর্ণ চেয়ে জালাল উদ্দীন (৪৯) নামে এক প্রবাস ফেরত ব্যক্তির বাড়িতে চিরকুট পাঠিয়েছে দুর্বৃত্তরা। সময়মতো চাঁদার টাকা দেয়া না হলে জালালসহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুকমি দেয়া হয়।

এ ঘটনার পর বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভুক্তভোগী জালাল উদ্দিন বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

জালাল উদ্দিন দামুড়হুদা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত আমির শেখের ছেলে।

লিখিত অভিযোগে বলা হয়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বসত বাড়ির ভিতরে একটি লাল কালি দিয়ে লেখা চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে পরিবারের সদস্যদের নজরে আসে। চিরকুটে দুর্বৃত্তরা ১৩ জন সদস্য উল্লেখ করে নগদ এক লাখ টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল, এক জোড়া স্বর্ণের চেইন ও এক জোড়া স্বর্ণের বালা চাঁদা দাবি করে।

চিরকুটে আরও বলা হয়, বুধবার রাত ১২ টার ভিতর দাবিকৃত টাকা ও স্বর্ণালঙ্কার না দেওয়া হলে জালালসহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী জালাল উদ্দীন গণমাধ্যমকে বলেন, আমি দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলাম। সেখান থেকে ফেরার পর কৃষিকাজ করে জীবনযাপন করছি। চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী জালাল উদ্দিন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে অভিযুক্তদের সনাক্তে কাজ করছি।