চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে হাবিবুর হাকিম ওরফে বিপ্লব (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।
আটক হাবিবুর হাকিম চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার আকরাম খাঁ’র ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২টার দিকে দর্শনার শান্তিপাড়ায় অভিযান পরিচালনা করে পুলিশ।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় চাঁদার টাকা ও স্বর্ণের গহনা দাবি করে চিরকুট, না দিলে হত্যার হুমকি
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমানসহ একটি চৌকসদল। এ সময় শান্তিপাড়ার সুগন্ধা মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর হাবিবুর হাকিমকে আটক করা হয়। পরে তার হেফাজত হতে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, জব্দকৃত ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটের অনুমানিক মূল্য ১৫ হাজার ৬০০ টাকা। আটক হাবিবুর হাকিমের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















