চুয়াডাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ অক্টোবর) বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূর্বের স্থানে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সংঘের সভাপতি এ কে এম আলী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলিন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, ভিপি সেল, ভূমি অধিগ্রহণ শাখা) রেজওয়ানা নাহিদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এএইচ