চুয়াডাঙ্গায় সদর থানা যুবদলের সদস্য মনসুর ও অলির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করেছে মাখালডাঙ্গা ইউনিয়নবাসী।
শুক্রবার (২৪ মে) বিকেলে সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক হাজী লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আনোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য দেন সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর ইসলামসহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য নুরনবী সামদানী ‘নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কর্মীদের’ সঙ্গে আঁতাত করে তাদের দিয়েই আমাদের লড়াকু সৈনিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যার কোনো ভিত্তিই নেই। এই মামলা দায়ের করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই হয়রানিমূলকভাবে। জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতাদের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি করেন তারা। মাখালডাঙ্গা ইউনিয়নবাসী অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, জেলা উলামা দলের নেতা আনোয়ারা হোসেন, মাখালডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সভাপতি হাজী লাল্টু, সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক আজাদ মিয়া, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সদস্য ওলি, সংগঠনিক সম্পাদক মাহাবুল হক, নেতা মমিন মিয়া, রবিউল মিয়া, ইউনিয়নে ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর মিয়া, প্রচার সম্পাদক ইসমাইল ইউনিয়ন, ইউনিয়ন কৃষক দলের সহ—সভপতি রেজা, জসিম, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল, যুবদল নেতা রশিদ, রিংকু, ডলি, সেলিম, রিপন, মামুন, সাবেক মেম্বার ইমরান প্রমুখ।
এএইচ