০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
নারী সংস্কার কমিশন বাতিলের দাবি

চুয়াডাঙ্গায় হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ

শুক্রবার (২৩ মে) আসরের নামাজের পর চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টির কারণে পূর্বঘোষিত মিছিল বাতিল করে শুধুমাত্র সমাবেশ এবং শেষে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা হেফাজতের সভাপতি মাওলানা আব্দুস সামাদ।

এসময় বক্তারা বলেন, ইসলাম নারীর সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। নারীকে সম্মানিত করেছে মা, বোন, স্ত্রী ও কন্যার ভূমিকায়। তথাকথিত নারী উন্নয়নের নামে পবিত্র কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন বা কমিশন মুসলমানরা মেনে নেবে না।

বক্তারা বলেন, নারী সংস্কার কমিশন ভেঙে দিয়ে পুনর্গঠন করতে হবে। কোরআন-সুন্নাহবিরোধী কোনও আইন মেনে নেওয়া হবে না। আমাদের দাবি না মানা হলে সারা দেশে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা আরও বলেন, শাপলা চত্বর থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত হাজার হাজার মুসলমানদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিচার হয়নি। হেফাজতের নিরপরাধ কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

সরকারকে হুঁশিয়ার করে বক্তারা বলেন, এইসব দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। মুসলমানদের ঈমান-আকিদা ও কোরআনের বিরুদ্ধে কোনো কিছু হলে তা রুখে দাঁড়ানো হেফাজতের দায়িত্ব।

আয়োজিত সমাবেশে হেফাজতে ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সহ-সভাপতি মুফতী মোস্তফা কামাল কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান গাওহারী, প্রচার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, জীবননগর থানা সভাপতি মাওলানা ইকবাল হোসেন, সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ রুহী প্রমুখ।

সমাবেশ শেষে বৃষ্টির কারণে কর্মসূচি সংক্ষিপ্ত করে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

নারী সংস্কার কমিশন বাতিলের দাবি

চুয়াডাঙ্গায় হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ

প্রকাশের সময় : ০৮:৪৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

শুক্রবার (২৩ মে) আসরের নামাজের পর চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টির কারণে পূর্বঘোষিত মিছিল বাতিল করে শুধুমাত্র সমাবেশ এবং শেষে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা হেফাজতের সভাপতি মাওলানা আব্দুস সামাদ।

এসময় বক্তারা বলেন, ইসলাম নারীর সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। নারীকে সম্মানিত করেছে মা, বোন, স্ত্রী ও কন্যার ভূমিকায়। তথাকথিত নারী উন্নয়নের নামে পবিত্র কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন বা কমিশন মুসলমানরা মেনে নেবে না।

বক্তারা বলেন, নারী সংস্কার কমিশন ভেঙে দিয়ে পুনর্গঠন করতে হবে। কোরআন-সুন্নাহবিরোধী কোনও আইন মেনে নেওয়া হবে না। আমাদের দাবি না মানা হলে সারা দেশে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা আরও বলেন, শাপলা চত্বর থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত হাজার হাজার মুসলমানদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিচার হয়নি। হেফাজতের নিরপরাধ কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

সরকারকে হুঁশিয়ার করে বক্তারা বলেন, এইসব দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। মুসলমানদের ঈমান-আকিদা ও কোরআনের বিরুদ্ধে কোনো কিছু হলে তা রুখে দাঁড়ানো হেফাজতের দায়িত্ব।

আয়োজিত সমাবেশে হেফাজতে ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সহ-সভাপতি মুফতী মোস্তফা কামাল কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান গাওহারী, প্রচার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, জীবননগর থানা সভাপতি মাওলানা ইকবাল হোসেন, সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ রুহী প্রমুখ।

সমাবেশ শেষে বৃষ্টির কারণে কর্মসূচি সংক্ষিপ্ত করে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।