চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক্টর-পাখিভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাখিভ্যানচালক বিল্লাল হোসেনের (৫০) নি হত হয়েছেন।
মঙ্গলবার (২০ মে) বিকেলে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন আরাম মার্কেটের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর গ্রামের মৃত. দলু মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে দর্শনা একটি ট্র্যাক্টর বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার সড়কের আরাম মার্কেটের একটি গ্যারেজে কাজ করানোর উদ্দেশে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাখিভ্যান ট্রাক্টরের পিছনের দিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পরে মারাত্নকভাবে আহত হন ভ্যান চালক বিল্লাল হোসেন। ট্রাক্টর চালক আহত বিল্লালকে অবস্থা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে ভর্তির কিছুক্ষন পর তিনি মারা যান।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এএইচ