০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুরি ঠেকাতে বাগানে বৈদ্যুতিক সংযোগ : প্রাণ গেল শ্রমিকের

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাজহাদ গ্রামের বেলে মাঠে ড্রাগন বাগানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ড্রাগন বাগানের মালিক শাহজাহান পলাতক রয়েছে বলে জানা গেছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল হালিম শেখ (৪০) মাজহাদ গ্রামের মৃত. মহি উদ্দীনের শেখের ছেলে।

চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক মিস্ত্রীর ভুলে হাজরাহাটির কলেজছাত্র হৃদয়ের মৃত্যু

খাদিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউপি বন্যা খাতুন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আব্দুল হালিমসহ কয়েকজন শ্রমিক ড্রাগন বাগানের পাশেই কাজ করছিলেন। সেখানে ড্রাগন বাগানের মালিক শাহজাহানও উপস্থিত ছিলেন বলে শুনেছি। এ সময় আব্দুল হালিম সম্ভবত পানি পান করার উদ্দেশে আসার সময় পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, আব্দুল হালিমের মৃত্যুর পর শাহজাহান নিজেই বলেছিলেন, ড্রাগন ফল চুরি করতে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এরপর লোকজন জড়ো হলে সে পালিয়ে যায়। এই জনবহুল এলাকার মধ্যে বৈদ্যুতিক সংযোগ দেয়া মোটেও উচিত হয়নি। তাও খোলা তারের সংযোগ। আমি মনে করি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের মেয়ে জামাই বলেন, খোলা তারে বৈদ্যুতিক সংযোগ কেন দিতে হবে? এখানে অনেক বাচ্চা ও নারীরা ঘোরাঘুরি করেন। এমনকি তার পরিবারের সদস্যরাও আসেন এই বাগানে। তার এই ভুলের কারণেই আমার শ্বশুর আজ মারা গেলেন। আমি এর উপযুক্ত শাস্তির দাবি করছি।

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

এদিকে, এ ঘটনার পর অভিযুক্ত বাগান মালিক শাহজাহান পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন৷ দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বাদ মাগরিব নিজ গ্রামে জানাযার নামায শেষে করবস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে স্থানীয় এক সংবাদকর্মী নিশ্চিত করেছেন।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ঢাকায় ডুসাকের শিক্ষাবৃত্তি ও নবীনবরণ অনুষ্ঠান: চুয়াডাঙ্গার ৭০ শিক্ষার্থী পেলেন মেধাবৃত্তি

চুরি ঠেকাতে বাগানে বৈদ্যুতিক সংযোগ : প্রাণ গেল শ্রমিকের

প্রকাশের সময় : ০৭:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাজহাদ গ্রামের বেলে মাঠে ড্রাগন বাগানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ড্রাগন বাগানের মালিক শাহজাহান পলাতক রয়েছে বলে জানা গেছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল হালিম শেখ (৪০) মাজহাদ গ্রামের মৃত. মহি উদ্দীনের শেখের ছেলে।

চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক মিস্ত্রীর ভুলে হাজরাহাটির কলেজছাত্র হৃদয়ের মৃত্যু

খাদিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউপি বন্যা খাতুন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আব্দুল হালিমসহ কয়েকজন শ্রমিক ড্রাগন বাগানের পাশেই কাজ করছিলেন। সেখানে ড্রাগন বাগানের মালিক শাহজাহানও উপস্থিত ছিলেন বলে শুনেছি। এ সময় আব্দুল হালিম সম্ভবত পানি পান করার উদ্দেশে আসার সময় পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, আব্দুল হালিমের মৃত্যুর পর শাহজাহান নিজেই বলেছিলেন, ড্রাগন ফল চুরি করতে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এরপর লোকজন জড়ো হলে সে পালিয়ে যায়। এই জনবহুল এলাকার মধ্যে বৈদ্যুতিক সংযোগ দেয়া মোটেও উচিত হয়নি। তাও খোলা তারের সংযোগ। আমি মনে করি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের মেয়ে জামাই বলেন, খোলা তারে বৈদ্যুতিক সংযোগ কেন দিতে হবে? এখানে অনেক বাচ্চা ও নারীরা ঘোরাঘুরি করেন। এমনকি তার পরিবারের সদস্যরাও আসেন এই বাগানে। তার এই ভুলের কারণেই আমার শ্বশুর আজ মারা গেলেন। আমি এর উপযুক্ত শাস্তির দাবি করছি।

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

এদিকে, এ ঘটনার পর অভিযুক্ত বাগান মালিক শাহজাহান পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন৷ দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বাদ মাগরিব নিজ গ্রামে জানাযার নামায শেষে করবস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে স্থানীয় এক সংবাদকর্মী নিশ্চিত করেছেন।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।