০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর বি ক্ষো ভ মি ছি ল

জুলাই সনদ বাস্তবায়ন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব ও প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমীর অ্যাডভোকেট রুহুল আমিন।

তিনি বলেন, স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত নেতাকর্মীরা সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন। শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্র, সচিবালয়, মিডিয়া—সবকিছু নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। যারা তার বিরোধিতা করেছেন, তারা ক্রসফায়ার ও ‘আয়নাঘর’-এর শিকার হয়েছেন। শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু জুলাই আন্দোলনের স্রোতে তার সেই পরিকল্পনা ভেসে গেছে। জনগণের শক্তির কাছে তিনি পরাজিত হয়েছেন এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন প্রমাণ করেছে—আল্লাহর পরিকল্পনার কাছে মানুষের সব পরিকল্পনাই ব্যর্থ। যারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চায়, তাদেরও একই পরিণতি হবে। জামায়াতে ইসলামী সবসময় মানুষের মুক্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আমরা দুর্নীতি ও অনিয়মমুক্ত একটি সমাজ গঠন এবং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল প্রমুখ।

এ সময় জেলা, পৌর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বি ক্ষো ভ সমাবেশ

পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর বি ক্ষো ভ মি ছি ল

প্রকাশের সময় : ০৮:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব ও প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমীর অ্যাডভোকেট রুহুল আমিন।

তিনি বলেন, স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত নেতাকর্মীরা সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন। শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্র, সচিবালয়, মিডিয়া—সবকিছু নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। যারা তার বিরোধিতা করেছেন, তারা ক্রসফায়ার ও ‘আয়নাঘর’-এর শিকার হয়েছেন। শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু জুলাই আন্দোলনের স্রোতে তার সেই পরিকল্পনা ভেসে গেছে। জনগণের শক্তির কাছে তিনি পরাজিত হয়েছেন এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন প্রমাণ করেছে—আল্লাহর পরিকল্পনার কাছে মানুষের সব পরিকল্পনাই ব্যর্থ। যারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চায়, তাদেরও একই পরিণতি হবে। জামায়াতে ইসলামী সবসময় মানুষের মুক্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আমরা দুর্নীতি ও অনিয়মমুক্ত একটি সমাজ গঠন এবং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল প্রমুখ।

এ সময় জেলা, পৌর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।