চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অনুপ্রেরণা যোগাতে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) এবারও আয়োজন করেছে ‘শিক্ষাবৃত্তি ও নবীনবরণ ২০২৫’।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৭০ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের ১০ হাজার, ৭ হাজার, ৫ হাজার এবং ৩ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। একই অনুষ্ঠানে সদ্য ভর্তি হওয়া ৩৫ জন নবীন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার কৃতিসন্তান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশাপাশি তোমাদেরকে হতে হবে মানবিক, সৎ ও দায়িত্বশীল নাগরিক। চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা যদি পরিশ্রম ও সততাকে জীবনের মূলমন্ত্র করে নেয়, তবে দেশের নেতৃত্বেও তাদের ভূমিকা থাকবে।

বিশেষ অতিথি সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ডুসাকের পৃষ্ঠপোষক সাহিদুজ্জামান টরিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে। এটি এমন একটি বিশ্ববিদ্যালয়, যেখান থেকে তোমরা দেশের সর্বোচ্চ পদে পৌঁছাতে পারবে। চুয়াডাঙ্গাকে উন্নত জেলায় পরিণত করতে তোমরাই আগামী দিনের কর্ণধার।
আর্থমুভিং গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. মুজিবুল হক বলেন, চুয়াডাঙ্গার মেধাবী শিক্ষার্থীদের এমন আয়োজনে পাশে থাকতে পারা গর্বের। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমি সহযোগিতা করতে প্রস্তুত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম.আর লজিস্টিকস বিডি লিমিটেডের এমডি এখলাছ উদ্দীন সুজন, পিএসসির পরিচালক আনিসুর রহমান, সহকারী অধ্যাপক মো. মহসিন কবির, এরিস্টোক্রাট রিসোর্টের এমডি হাফিজ মালিক বাবু, ব্যবসায়ী সৈয়দ আসিফুল ইসলাম সজল, কাস্টমস কর্মকর্তা এস. কে. তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী জজ এম. এ. আজহারুল ইসলাম, ও হিমালয় অটো ব্রিকসের পরিচালক রাকিবুল ইসলাম নেভিল প্রমুখ।
এছাড়া ডুসাকের উপদেষ্টারা শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গঠন, ভবিষ্যৎ পরিকল্পনা ও নৈতিক উন্নয়ন বিষয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন।
এবারের অনুষ্ঠানে ডুসাক অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয় জিয়াউর রহমান হল ছাত্র সংসদের ১নং সদস্য মো. সাদিক মুনওয়ার মুনেমকে, বিশ্ববিদ্যালয়ে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডুসাক সভাপতি মোস্তফা ইকবাল হৃদয়, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম মৌ।
সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, ডুসাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সক্রিয় ও প্রভাবশালী জেলা সংগঠন। চুয়াডাঙ্গার গণ্যমান্য ব্যক্তিরা যদি শিক্ষার্থীদের পাশে থাকেন, তাহলে এই জেলার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।
প্রতি বছর ডুসাকের এই আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ছাড়াও শিক্ষা সফর, সাংস্কৃতিক কর্মসূচি ও সামাজিক সেবামূলক নানা কার্যক্রমের মাধ্যমে চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের সঞ্চার করে আসছে সংগঠনটি।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 





















