চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে ১৬ সদস্য বিশিষ্ট একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের আইন্দিপুর ফুটবল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার।
এ সময় গ্রামের সর্বস্তরের মানুষ, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে আলোচনা সভা, মাদক বিরোধী শর্ট ফিল্ম প্রদর্শন ও বিভিন্ন মাদক বিরোধী প্রচারণামূলক সামগ্রী বিতরণ করা হয়।

গ্রামবাসীর সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমকে কমিটির আহ্বায়ক করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- ইদ্রিস আলী, মাসুদ রানা, নাসির উদ্দিন, এনামুল হক, হায়দার আলী, আব্দুস সালাম, আকরাম ফরাজী, আনারুল হক, আব্দুল লতিফ, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান, হাসিবুল বিশ্বাস, সোনা মিয়া ও চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শবনম মুস্তারি।
উক্ত অনুষ্ঠানে গ্রামবাসীসহ সকল যুবসমাজকে মাদক থেকে মুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এএইচ