ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় বিপ্লব হোসেন রাজু নামের এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি চুয়াডাঙ্গায়।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ব্রাহ্মণকান্দা বাজারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাজু চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বড়পুটিমারী গ্রামের দুবাই প্রবাসী আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দর্শনা থেকে ঢাকাগামী দর্শনা ডিলাক্স পরিবহন ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় এক পথচারীকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিচয় সনাক্তে সিআইডি পুলিশ ফিঙ্গারের মাধ্যমে সনাক্ত করে। পরে নিহতের পরিবারকে খবর দেয়া হয়।
পারিবারিক সদস্যরা জানান, জেহালা ইউনিয়নের বড়পুটিমারী গ্রামের দুবাই প্রবাসী আমির হোসেনের ছোট ছেলে মানসিক প্রতিবন্ধী বিপ্লব হোসেন রাজু ভোররাতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। বিকেলে মোবাইল ফোনে সংবাদ পায় রাজু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
পরিবারের সদস্যরা আরও বলেন, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ব্রাহ্মণকালা আলতু খাতুন মিলের সামনের সড়কে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী দর্শনা ডিলাক্সের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলাই নিহত হয় রাজু।
পুলিশ জানাতয় ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখে।
এদিকে শেষ খবর পাওয়া সোমবার দিবাগত রাত রাতে আইনী প্রক্রিয়ার শেষে অ্যাম্বুলেন্সযোগে লাশ নিতহের গ্রামের বাড়ি পুটিমারির উদ্দেশ্যে রওনা দেয়।।
এএইচ