চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের আধারে কাপড় চুরির অপবাদ দিয়ে যুবককে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পরে শরীরে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রাণভিক্ষা চেয়ে রেহাই মিলেছে ছেলেটির।
মধ্যযুগীয় কায়দার এমন নির্যাতনের ঘটনা ঘটেছে আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের খালপাড়া এলাকায়। নির্যাতনের ছবি ও ভিডিও স্যোশাল মিডিয়ার ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তে ভাইরাল হয়।
ঘটনাটি গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত ওই যুবককে কাঁঠাল গাছে বেধে নির্মম নির্যাতন চালায়। পরে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলামের ওসমানপুর ফাঁড়ি পুলিশের নিকট তুলে দেয় ওই যুবককে।
নির্যাতনের শিকার উপজেলার বজলু ফারাজী (৩৫) কুমারী ইউনিয়নের ফারাজীপাড়ার পচা ফারাজীর ছেলে।
এদিকে, এ ঘটনার অভিযোগে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মাসুদুর রহমান।
তিনি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ তুলে একটি মামলা দায়ের হয়েছে। এরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
স্থানীয়রা জানায়, হারদী গ্রামের খালপাড়ার কালু হোসেনের বাড়ি থেকে তার স্ত্রীর পরিহিত মেক্সি কাপড় চুরি হয়। ওই কাপড় নির্যাতনের শিকার ওই যুবক নিজেই পড়ে বিভিন্ন বাড়ির জানালা দিয়ে উকি মারে।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে ভুক্তভোগী কালু প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘুম থেকে ওঠেন। পরে তিনি লক্ষ্য করে প্রতিবেশী জসির বসতবাড়ির জানালা দিয়ে মেক্সি পরিহিত একজন উকি দিচ্ছে। তিনি গোপনে লক্ষ্য করে পেছন থেকে চোর সন্দেহে বজলুকে চেপে ধরেন। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে আটকে কালুর বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে বেঁধে সারারাত নির্যাতন চালায়। মারপিটের একপর্যায়ে বজলুর পরণে পরিহিত মেক্সিতে অজ্ঞাত এক ব্যক্তিকে আগুন লাগাতে দেখা যায়। এসময় বজলু প্রাণ বাঁচাতে চিৎকার দিতে থাকে।
চোর সন্দেহে নির্যাতনকারীদের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হারদী ইউনিয়নের খালপাড়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, রাতের আধারে চুরি করতে বজলু নামে একজনকে আটক করে এলাকাবাসী। তবে তাকে ধরে অনেকে মারপিট করেছে। সকাল ৬ টার দিকে আমি জানতে পারলে ঘটনাস্থলে পৌঁছে ফাঁড়িপুলিশকে খবর দিয়ে তাকে প্রশাসনের জিম্মায় তুলে দিয়েছি।
আলমডাঙ্গা থানা পুলিশের (ওসি) মাসুদুর রহমান জানান, চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ও নির্যাতনের শিকার হওয়া যুবক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। দ্বৈত অভিযোগে ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সুত্র – দৈনিক মাথাভাঙ্গা
এএইচ