চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়। এ সময় বিভিন্ন অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে আলমডাঙ্গা উপজেলায় পুরাতন বাজার ও চারতলার মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হক। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল।

অভিযান সুত্রে জানা যায়, মেয়াদোউত্তীর্ণ পন্য সংরক্ষণ ও মানহীন পণ্য ক্রয়-বিক্রয় করায় মেসার্স সুরেশ স্টোরের মালিক শ্রী অমিত সাহাকে ভোক্তক অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা এবং ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দিকে,উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখে কারচুপি করায় শ্রী হারান অধিকারীর প্রতিষ্ঠান মেসার্স অধিকারী মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হক বলেন, মেয়াদোত্তীর্ণে কারচুপি, মানহীন পন্য বিক্রি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী একমাসের সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এএইচ