চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংককের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
টোটন জোয়ার্দ্দার জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবেন এমপি ছেলুন জোয়ার্দ্দার। এসময় তিনি নিজে এমপির সফরসঙ্গী থাকবেন। ব্যাংককের একটি হাসপাতালে যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে তাঁরা দেশে ফিরবেন। এমপি ছেলুন জোয়ার্দ্দার কতদিন ব্যাংককে অবস্থান করবেন সে সম্পর্কে টোটন জোয়ার্দ্দার বলেন, স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য কয়েক দিন সময় লাগতে পারে। ব্যাংককে পৌঁছানোর পর সে বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব হবে।
এএইচ