০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অভি ফুডের প্রায় অর্ধলাখ টাকা নিয়ে আত্মগোপনে কর্মচারী জিহাদ

চুয়াডাঙ্গা শহরে বড়বাজারে অবস্থিত অভি ফুড প্রতিষ্ঠানের প্রায় অর্ধলাখ টাকা নিয়ে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে জিহাদ আলী নামের এক কর্মচারীর বিরুদ্ধে।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে বিষয়টি আপস হলেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভি ফুডের মালিকের অভিযোগ।

এর আগে, পবিত্র ঈদুল ফিতরের ৩ দিন পর এ ঘটনা ঘটে। পরে জিহাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে কোনো প্রতিকার না পেয়ে তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী অভি হোসেন।

ভুক্তভোগী অভি হোসেন বলেন, শহরের আলী হোসেন মার্কেটের একটি ফ্যানের দোকানে ৬৬ হাজার ৫০০ টাকা অগ্রীম দেয়া ছিল। পরবর্তীতে ওই দোকানী জানান ফ্যানের দাম বাড়ায় এই টাকায় ফ্যান দেয়া সম্ভব নয় এবং টাকাটা ব্যাক নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। পরে আমার দোকান কর্মচারী জিহাদকে ওই দোকানে টাকা নিয়ে আনার জন্য পাঠায়।

তিনি আরও বলেন, ফ্যান দোকানি ওই সময় আমার কর্মচারী জিহাদের নিকট ৫১ হাজার ৫০০ টাকা দেন এবং ১৫ হাজার টাকা পরে দেবেন বলে জানান। তবে এই ৫১ হাজার ৫০০ টাকা আমার দোকান কর্মচারী নিয়ে আমাকে আর দেয়নি। এরপর থেকে সে আত্মগোপনে চলে যায়। অনেক যোগাযোগ করেও তার কোন হদিস পাইনি। পরবর্তীতে বাধ্য হয়েই আমি থানায় অভিযোগ করি।

অভিযোগের পর বাদী অভি হোসেন ও বিবাদী জিহাদ আলী স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে গত ১ মে অর্থ পরিশোধ করার শর্তে আপস করেন। ওই আপসে টাকা পরিশোধ করার শর্ত মেনে নেন জিহাদ আলী। তবে আপস করে আসলেও আপসনামার শর্ত না মেনে হয়রানি করছেন অর্থ নিয়ে পলাতক কর্মচারী জিহাদ হোসেন।

আপসের শর্ত অনুযায়ী, ২ মে তারিখে ১টি ব্যাংক চেক প্রদান করার কথা ছিল। কিন্তু তারা তা না করে আমাকে হয়রানি করছে। আমার টাকা নিয়ে পালিয়ে, অথচ আমাকেই হয়রানি করা হচ্ছে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত কর্মচারী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মা ক্লিনিকের নার্স বিপাশার লা শ উদ্ধার

চুয়াডাঙ্গায় অভি ফুডের প্রায় অর্ধলাখ টাকা নিয়ে আত্মগোপনে কর্মচারী জিহাদ

প্রকাশের সময় : ১২:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

চুয়াডাঙ্গা শহরে বড়বাজারে অবস্থিত অভি ফুড প্রতিষ্ঠানের প্রায় অর্ধলাখ টাকা নিয়ে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে জিহাদ আলী নামের এক কর্মচারীর বিরুদ্ধে।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে বিষয়টি আপস হলেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভি ফুডের মালিকের অভিযোগ।

এর আগে, পবিত্র ঈদুল ফিতরের ৩ দিন পর এ ঘটনা ঘটে। পরে জিহাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে কোনো প্রতিকার না পেয়ে তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী অভি হোসেন।

ভুক্তভোগী অভি হোসেন বলেন, শহরের আলী হোসেন মার্কেটের একটি ফ্যানের দোকানে ৬৬ হাজার ৫০০ টাকা অগ্রীম দেয়া ছিল। পরবর্তীতে ওই দোকানী জানান ফ্যানের দাম বাড়ায় এই টাকায় ফ্যান দেয়া সম্ভব নয় এবং টাকাটা ব্যাক নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। পরে আমার দোকান কর্মচারী জিহাদকে ওই দোকানে টাকা নিয়ে আনার জন্য পাঠায়।

তিনি আরও বলেন, ফ্যান দোকানি ওই সময় আমার কর্মচারী জিহাদের নিকট ৫১ হাজার ৫০০ টাকা দেন এবং ১৫ হাজার টাকা পরে দেবেন বলে জানান। তবে এই ৫১ হাজার ৫০০ টাকা আমার দোকান কর্মচারী নিয়ে আমাকে আর দেয়নি। এরপর থেকে সে আত্মগোপনে চলে যায়। অনেক যোগাযোগ করেও তার কোন হদিস পাইনি। পরবর্তীতে বাধ্য হয়েই আমি থানায় অভিযোগ করি।

অভিযোগের পর বাদী অভি হোসেন ও বিবাদী জিহাদ আলী স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে গত ১ মে অর্থ পরিশোধ করার শর্তে আপস করেন। ওই আপসে টাকা পরিশোধ করার শর্ত মেনে নেন জিহাদ আলী। তবে আপস করে আসলেও আপসনামার শর্ত না মেনে হয়রানি করছেন অর্থ নিয়ে পলাতক কর্মচারী জিহাদ হোসেন।

আপসের শর্ত অনুযায়ী, ২ মে তারিখে ১টি ব্যাংক চেক প্রদান করার কথা ছিল। কিন্তু তারা তা না করে আমাকে হয়রানি করছে। আমার টাকা নিয়ে পালিয়ে, অথচ আমাকেই হয়রানি করা হচ্ছে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত কর্মচারী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।