০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বন্ধুদের সঙ্গে ঘুড়ি উড়ানো সময় ছাঁদ থেকে পড়ে মৃত্যুশয্যায় শিশু

চুয়াডাঙ্গা সদরের হাসনহাটিতে ঘুড়ি উড়ানোর সময় ছাঁদ থেকে পড়ে ঈসমাইল হোসেন (০৭) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার শারীরিক অবস্থায় অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

শুক্রবার (২ মে) বিকেল ৪টার দিকে নিজ বাড়ির ছাঁদে এই দুর্ঘটনা ঘটে।  

আহত শিশু ঈসমাইল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি গ্রামের পূর্বপাড়ার এনামুল হকের ছেলে। 

পরিবারের সদস্যরা জানায়, শিশু ঈসমাইলসহ তার বন্ধুরা মিলে প্রতিবেশীর একতলা ছাঁদে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় অসাবধানতাবশত শিশু ঈসমাইল নিচে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। 

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে, আজ শনিবার বেলা ১১টার এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির জ্ঞান ফিরেছে বলে পরিবারের সদস্যরা রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মা ক্লিনিকের নার্স বিপাশার লা শ উদ্ধার

চুয়াডাঙ্গায় বন্ধুদের সঙ্গে ঘুড়ি উড়ানো সময় ছাঁদ থেকে পড়ে মৃত্যুশয্যায় শিশু

প্রকাশের সময় : ১১:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

চুয়াডাঙ্গা সদরের হাসনহাটিতে ঘুড়ি উড়ানোর সময় ছাঁদ থেকে পড়ে ঈসমাইল হোসেন (০৭) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার শারীরিক অবস্থায় অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

শুক্রবার (২ মে) বিকেল ৪টার দিকে নিজ বাড়ির ছাঁদে এই দুর্ঘটনা ঘটে।  

আহত শিশু ঈসমাইল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি গ্রামের পূর্বপাড়ার এনামুল হকের ছেলে। 

পরিবারের সদস্যরা জানায়, শিশু ঈসমাইলসহ তার বন্ধুরা মিলে প্রতিবেশীর একতলা ছাঁদে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় অসাবধানতাবশত শিশু ঈসমাইল নিচে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। 

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে, আজ শনিবার বেলা ১১টার এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির জ্ঞান ফিরেছে বলে পরিবারের সদস্যরা রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।