গোপন বৈঠককালে দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইনুসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন-দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফ্যাসিস্ট সরকারের দোসর শাহ মোহাম্মদ এনামুল করিম ইনু (৪৯), আবু হানিফের ছেলে শহিদুল ইসলাম (৫০), একই ইউনিয়নের প্রতাপপুরের আব্দুল হামিদের ছেলে সোহেল আহমেদ (২৯) ও দোস্ত গ্রামের আরিফ (৩০)।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমীর জানিয়েছেন, গ্রেফতারকৃতরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তাদের গোপন বৈঠককালে গ্রেপ্তার করা হয়েছে।
সুত্র – দৈনিক মাথাভাঙ্গা
এএইচ