চুয়াডাঙ্গা সহ আশপাশের এলাকায় জনপ্রিয় গাইনি চিকিৎসক ডা. জিন্নাতুল আরা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। রাতেই আইসিইউতে নেয়া হয়েছে।

ডা. জিন্নাতুল আরার বোন ডা. লিফা নারছিস চৈতী রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ মঙ্গলবার সকালে টয়লেটে পড়ে যান। সেখান থেকে উদ্ধার করে সনো সেন্টারে নিয়ে সিটিস্ক্যান করা হয়। ধারণা করা হচ্ছে ব্রেইনস্টোকে আক্রান্ত হয়েছেন তিনি। তার একটি হাত-পা প্যারালাইজডে আক্রান্ত হয়েছেন।
তিনি আরও বলেন, আজ বিকেলের এয়ার আম্বুলেন্সযোগে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে নেয়া হয়েছে। আগামী ৭২ ঘন্টা অবজারভার করবেন চিকিৎসক।

উল্লেখ্য, ডা. জিন্নাতুল আরা দীর্ঘ ৪০ বছরের অধিক সময়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় গাইনি রোগীদের সেবা দিয়ে আসছেন। নিজ জেলাসহ আশপাশের জেলাতেও তার চিকিৎসার সুনাম ছড়িয়ে যায় ৷ এছাড়া তিনি চুয়াডাঙ্গা জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময়ের মা।
এএইচ