চুয়াডাঙ্গা জেলায় আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)। কমিটিতে চুয়াডাঙ্গার জীবননগরের হানিফ পালোয়ানকে আহবায়ক এবং আলমডাঙ্গার ইঞ্জিনিয়ার ইবনুর রশিদ মাশুককে সদস্যসচিব করে মোট ৫৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) রাতে সাড়ে ১১টার দিকে গণঅধিকার পরিষদের অফিসিয়াল ফেসবুক পেজে কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ মাসের জন্য চুয়াডাঙ্গা জেলা শাখার ৫৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হলো।

কমিটিতে যারা স্থান পেয়েছেন, যুগ্ম আহবায়ক হিসেবে আছেন, আদনান হোসেন, অ্যাড. আল ইমরান মাসুদ, নাসের শাহরিয়ার, মজিবুল মেম্বার, রকিব হাসান, ইমরান আল নাজির, শামীম রেজা,সোহেল রানা, নাসির হোসেন, ইঞ্জি. মো: রাসেল, নূর আলম, গোলাম সরোয়ার, গোলাম রাব্বানি, মোহাম্মদ হাসিবুল হক হাসিব, আর কে এস রাকিব।
যুগ্ম সদস্যসচিব হিসেবে আছেন মনিরুল হক, ছানোয়ার হোসেন, টুটুলুজ্জামান মিঠুন, রয়েল জোয়ার্দ্দার, আল মামুন, আনিসুর রহমান, পলাশ মিয়া, ওয়াশিম হাসান, ডাক্তার সেলিম রেজা, হাসিবুল ইসলাম, রাজিম হোসেন, ইঞ্জি. মহসীন মুজাহিদ, অন্তর ও রকিব হাসান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে স্থান পেলেন, ঝন্টু মিয়া, রোকন মিয়া, আমির হামজা, ফয়েজ আলী, বকুল আলী, মোস্তফা মিয়া, রবিউল ইসলাম, এনামুল হক, সজীব, আলমগীর হোসেন, রাকিবুল হোসেন, জিহাদুল ইসলাম, কিনু মণ্ডল, পিয়ারুল ইসলাম, দীন মোহাম্মদ, বকুল মিয়া, মোস্তফা মিয়া, রাজু আহমেদ, সপ্নীল হোসেন, রিদয়, শহীদুল ইসলাম, ইউসুফ ইসলাম, নাঈম ইসলাম ও ইকবাল হোসেন।
এএইচ