০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ছেলের হাতে মা খুন

জামালপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা মঞ্জিলা বেগম (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের হাটচন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু (৪০) পলাতক রয়েছে। নিহত মঞ্জিলা বেগম ওই এলাকার প্রয়াত তোতা শেখের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আনিছুর আশেকীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ফরিদুল ইসলাম নামে এক কাঠ ব্যবসায়ীর কাছে বাড়ির কয়েকটি গাছ বিক্রি করে মঞ্জিলা বেগম। মঙ্গলবার সকালে ওই কাঠ ব্যবসায়ী গাছ কাটতে গেলে ছেলে মনজুরুল ইসলাম বাঁধা দেয়। গাছ কাটতে বাঁধা দেওয়ায় মঞ্জিলা বেগমের সঙ্গে ছেলে মনজুরুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একটি ধারালো চাকু দিয়ে মনজুরুল তার মা মঞ্জিলাকে হত্যা করে।

এ সময় কাঠ ব্যবসায়ী ফরিদুল ইসলাম এগিয়ে গেলে তাকেও জখম করে। চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশিরা এগিয়ে গেলে কৌশলে মনজুরুল সেখানে থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী ফরিদুল ইসলামকে (৪৫) উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মঞ্জিলা বেগমের ছোট ছেলে জীবন মিয়া বলেন, ইজিবাইক নিয়ে সকালে বাড়ি থেকে বের হই। ১০টার দিকে ফোন করে প্রতিবেশীরা জানায়, মনজুরুল আমার মাকে কুপিয়ে হত্যা করেছে। সে নেশা করে, এর আগেও সে আমার মাকে নির্যাতন করেছে।

জামালপুর সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আনিছুর আশেকীন জানান, শুনেছি ছেলে মাদকাসক্ত ছিল। ঘটনাস্থলের পাশের একটি ঝুপড়ি থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। মরদহে উদ্ধার করে মর্গে পাঠানো হবে। ঘাতক ছেলে পলাতক আছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মা ক্লিনিকের নার্স বিপাশার লা শ উদ্ধার

জামালপুরে ছেলের হাতে মা খুন

প্রকাশের সময় : ০২:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

জামালপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা মঞ্জিলা বেগম (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের হাটচন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু (৪০) পলাতক রয়েছে। নিহত মঞ্জিলা বেগম ওই এলাকার প্রয়াত তোতা শেখের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আনিছুর আশেকীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ফরিদুল ইসলাম নামে এক কাঠ ব্যবসায়ীর কাছে বাড়ির কয়েকটি গাছ বিক্রি করে মঞ্জিলা বেগম। মঙ্গলবার সকালে ওই কাঠ ব্যবসায়ী গাছ কাটতে গেলে ছেলে মনজুরুল ইসলাম বাঁধা দেয়। গাছ কাটতে বাঁধা দেওয়ায় মঞ্জিলা বেগমের সঙ্গে ছেলে মনজুরুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একটি ধারালো চাকু দিয়ে মনজুরুল তার মা মঞ্জিলাকে হত্যা করে।

এ সময় কাঠ ব্যবসায়ী ফরিদুল ইসলাম এগিয়ে গেলে তাকেও জখম করে। চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশিরা এগিয়ে গেলে কৌশলে মনজুরুল সেখানে থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী ফরিদুল ইসলামকে (৪৫) উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মঞ্জিলা বেগমের ছোট ছেলে জীবন মিয়া বলেন, ইজিবাইক নিয়ে সকালে বাড়ি থেকে বের হই। ১০টার দিকে ফোন করে প্রতিবেশীরা জানায়, মনজুরুল আমার মাকে কুপিয়ে হত্যা করেছে। সে নেশা করে, এর আগেও সে আমার মাকে নির্যাতন করেছে।

জামালপুর সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আনিছুর আশেকীন জানান, শুনেছি ছেলে মাদকাসক্ত ছিল। ঘটনাস্থলের পাশের একটি ঝুপড়ি থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। মরদহে উদ্ধার করে মর্গে পাঠানো হবে। ঘাতক ছেলে পলাতক আছে।