চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের পাশে নিপুন সাহা (২৫) সাহা নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় নিপুন সাহাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তার শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরাম জুয়েল।
আরও পড়ুন
চুয়াডাঙ্গা শহরে দুজনকে কুপিয়ে জখম
আজ শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে টাউন মাঠের পাশে এ ঘটনা ঘটে। আহত নিপুন সাহার বাবার নাম কৃষ্ণ সাহা। বর্তমানে পরিবারসহ টাউন মাঠের পাশে একটি ভাড়া থাকেন। তাৎক্ষনিকভাবে এ ঘটনার সুত্রপাত জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবলু রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমি ডিউটিরত অবস্থায় দেখতে পাই টাউন মাঠের সামনে একজনকে কোপাচ্ছে কয়েকজন যুবক। পরে তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আহত যুবক জানিয়েছেন, জেবু ও তার সহযোগীরা তাকে কুপিয়েছে।