চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল নামকস্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় মাহির তাজওয়ার তাজ (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তারই বন্ধু মোটরসাইকেল আরোহী শাহেদ (১৫)।
আজ বুধবার (০২ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক সড়কের নয়মাইল নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মাহির তাজওয়ার তাজ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের ড্যাফোডিয়াল বিদ্যালয়ের অধ্যক্ষ ইউসুফ আলীর ছেলে। এবং আহত শাহেদ একই গ্রামের আজিরের ছেলে। নিহত তাজ মুন্সিগঞ্জ একাডেমি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। এছাড়া আহত সাহেদ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বিকেলে তাজ ও তার বন্ধু মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা সদরের কেটের বিলে ঘুরতে যাচ্ছিল। তাজ মোটরসাইকেলেরচালক চালাচ্ছিলেন। এ সময় নয়মাইল নামকস্থানে পৌছালে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাজশাহী নেয়ার পথের অ্যাম্বুলেন্সের মধ্যে মৃত্যু হয়।
এদিকে, তাজের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বড় ছেলে তাজকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন পিতা-মাতা। আমাকে ছেড়ে চলে গেলি, আমার ভালোবাসার কি কমতি ছিল? এই কথা বলতে বলতে কান্নায় ভে*ঙ্গে পড়লেন তাজের পিতা।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় রাজশাহী নেয়ার পথে তাজ নামের একজন মারা গেছে বলে জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এএইচ