চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিন্টু (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে আহত অবস্থায় রিন্টুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসর অবস্থায় কিছুক্ষন পর মারা যায়।
নিহত রিন্টু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ার মসেক উদ্দিনের ছেলে। তিনি রাজমিস্ত্রীর সহকারী (জোগালে) হিসেবে কাজ করতেন। এছাড়া দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য রিকাত আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, লোকনাথপুর বাসস্ট্যান্ড এলাকার জসিম উদ্দিনের দ্বিতীয়তলা বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে রিন্টু লেবার হিসেবে কাজ করছিলেন। লোকমুখে শুনেছি, ঢালাইয়ের কাজে ব্যবহৃত একটি রড পাশ দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়। এতে দেয়ালের কার্নিশে বাড়ি লেগে ছিটকে নিচে পড়ে যান।
রিকাত আলী আরও জানান, প্রথমে স্থানীয়রস আহত অবস্থায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অসস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষন পর মারা যান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মাথায় আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে তিনি মারা যান৷
এ বিষয়ে জানতে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীরের সরকারি নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।
এএইচ