চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের শাহিন আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে আলমডাঙ্গা উপজেলা সহাকারি কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আটক শাহীন আলী গোবিন্দপুর গ্রামের মাঠপাড়ার হাশর আলীর ছেলে। তিনি একজন মাদক ব্যবসায়ী।
এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক নাজমুল হোসেন খান, উপপরিদর্শক সাহারা ইয়াসমিনসহ সঙ্গীয় ফোর্স গোবিন্দপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী শাহীন আলীকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১৬ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরে আলমডাঙ্গা উপজেলা সহাকারি কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহীনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
আজ মঙ্গলবার (৪ মার্চ) রাত সোয়া ৭টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এএইচ