দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে শিল্পী বেগম (৪০) নামের এক নারীকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দর্শনা থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটক শিল্পী বেগম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈদগাঁপাড়ার গোলাম রসুলের মেয়ে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে শিল্পী বেগমের বাড়িতে দর্শনা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। অভিযানে দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে অংশ নেন উপ-পরিদর্শক (এসআই) অনুজ কুমার সরকার সহ সঙ্গীয় ফোর্স।
এ সময় শিল্পী বেগমের বসতবাড়ী তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য অনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
আটককৃত শিল্পী বেগমের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এএইচ