বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ) ২০২৪ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় তৃতীয় শ্রেণিতে সারাদেশে প্রথম স্থান অধিকার করেছে তাবাসুম আফরীন।
‘এ’ গ্রেডে বৃত্তি পাওয়া তাবাসুম আফরীন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কুমারীদহপাড়ার ইদ্রিস আলী ও পারভীন খাতুনের মেয়ে। তিনভাই বোনের মধ্যে সে সবাই ছোট।
তাবাসুম আফরীন চুয়াডাঙ্গার দামুড়হুদা রেসিডেন্সিয়াল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। একই প্রতিষ্ঠান থেকে ২০২৩ সালে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে তাবাসুম আফরীন।
তার এই সাফল্যের জন্য মা-বাবা ও শিক্ষকরাসহ পরিবারের সবাই অত্যন্ত খুশি।
তাবাসুম আফরীন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া কামনা করেছেন। তাবাসুম আফরীন বড় হয়ে চিকিৎসক হতে চায়। এজন্যে তার বাবা-মা সকলের দোয়া চেয়েছেন।
তাবাসুম আফরীনের পিতা মোহাম্মদ ইদ্রিস আলী ও মাতা পারভীন খাতুন গণমাধ্যমকে জানান, আমরা অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনা করাচ্ছি। আমাদের মেয়ের মেয়েদের এতোটাই সুন্দর, এতোটাই ভালো যে সব সময় সে ফার্স্ট হয়। তাই তাকে আমরা ডাক্তারি পড়াতে চায়। ডাক্তার হয়ে গরিব ও অসহায়দের সেবা করতে পারে। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।
রেসিডেন্সিয়াল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দীন গণমাধ্যমকে জানান, তাবাসুম আফরীন ছোট থেকে আমাদের স্কুলে পড়াশোনা করে। সে খুব ভালো একটা মেয়ে এবং পড়াশোনার দিক থেকেও সে অনেক ভালো। আমাদের স্কুল থেকে এত সুন্দর রেজাল্ট করবে এটা আমরা কখনো ভাবতে পারিনি। আমরা তার সামনের দিনগুলোর জন্য আরও দোয়া করি। আমিসহ স্কুলের সকল শিক্ষকদের চেষ্টায় আজকে ছাত্র-ছাত্রীরা এতো সুন্দর রেজাল্ট করছে, এটা আমাদের গর্বের বিষয়।
এএইচ