দামুড়হুদায় উপজেলার বদনপুরে মাসুদ হাসান রঞ্জু (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, রঞ্জুকে হত্যা করা হয়েছে।
নিহত রঞ্জু বদনপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।
স্থানীয় একটি সুত্রের মাধ্যমে জানা গেছে, নারীঘটিত অর্থাৎ কারোর অবৈধ পরকীয়া প্রেমের সম্পর্ক ফাঁস করায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশের সঠিক তদন্তে আসল রহস্য বের হয়ে আসবে বলে ধারণা স্থানীয়দের।

দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বদনপুর গ্রামের ভোলার বাগানের মাঠে মরদেহটি পড়েছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তার মাথায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে।
এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।
এএইচ
One thought on “দামুড়হুদার বদনপুরে রঞ্জুর মরদেহ উদ্ধার, মাথায় ধারাল অস্ত্রের আঘাত”