০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানে ভোক্তার অভিযান : ১১৫০০ টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় খাবার হোটেল, চাউল ও নিত্য প্রয়োজনীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা ও তদারকি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়। অভিযান ও তদারকির পর বিভিন্ন প্রতিষ্ঠানে সর্বমোট ১১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার ও গমপট্রি এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় চুয়াডাঙ্গার পৌর এলাকার রেলবাজার ও গমপট্রি এলাকায় পরিচালিত অভিযানে হোটেল, চাউলের দোকান সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় রেলবাজারে মেসার্স অনন্যা ফুড নামক প্রতিষ্ঠানে বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলাম কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরবর্তীতে গমপট্রি এলাকার মুজাম্মেল চাউল ঘর নামক প্রতিষ্ঠানে মুল্য তালিকা প্রদর্শনী না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মুজাম্মেল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

তিনি সকল ব্যবসায়ীদের সতর্ক করে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে নির্দেশ দেন।

অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের চৌকস একটি টিম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মা ক্লিনিকের নার্স বিপাশার লা শ উদ্ধার

চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানে ভোক্তার অভিযান : ১১৫০০ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৮:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় খাবার হোটেল, চাউল ও নিত্য প্রয়োজনীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা ও তদারকি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়। অভিযান ও তদারকির পর বিভিন্ন প্রতিষ্ঠানে সর্বমোট ১১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার ও গমপট্রি এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় চুয়াডাঙ্গার পৌর এলাকার রেলবাজার ও গমপট্রি এলাকায় পরিচালিত অভিযানে হোটেল, চাউলের দোকান সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় রেলবাজারে মেসার্স অনন্যা ফুড নামক প্রতিষ্ঠানে বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলাম কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরবর্তীতে গমপট্রি এলাকার মুজাম্মেল চাউল ঘর নামক প্রতিষ্ঠানে মুল্য তালিকা প্রদর্শনী না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মুজাম্মেল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

তিনি সকল ব্যবসায়ীদের সতর্ক করে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে নির্দেশ দেন।

অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের চৌকস একটি টিম।