চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী ফয়সাল হোসেন বিদ্যুৎকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্সসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বুধবার (০৪ ডিসেম্বর) সকাল ১১টায় আয়োজনে ‘চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ’ ব্যানারে হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিব সাদী বলেন, আমাদের হাসপাতালের স্বাস্থ্যকর্মী বিদ্যুতের ওপর যে হামলা চালানো হয়েছে এবং তার শরীরে আমরা যে ক্ষতের চিহ্ন গুলো দেখেছি তাতে নিঃসন্দেহে বলা যায় এই হামলাটা হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে। আমরা হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীর পক্ষ থেকে এই হামলার তিব্র নিন্দা জানাচ্ছি। এবং সেই সাথে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।
আরও পড়ুন
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎকে কুপিয়ে জখম, রাজশাহী রেফার্ড
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, আমি জেনেছি সে খুবই নিষ্ঠাবান একজন স্বাস্থ্যকর্মী। তার কোন ক্রটি আমাদের চোখে পড়েনি। স্বাস্থ্যকর্মী বিদ্যুতের শরীরে যেসব স্থানে কুপিয়ে জখম করা হয়েছে তাতে নিঃসন্দেহে আমরা ধরে নিতে পারি এটি হত্যাকান্ডের জন্যেই এ হামলা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তার চিকিৎসা দিতে না পারতাম তাহলে মৃত্যুও হতে পারতো। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

এ সময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন, জুনিয়র কনসালট্যান্ট (সার্জারী) ডা. এহসানুল হক তন্ময়, অর্থোপেডিক কনসালট্যান্ট ডা. মিলনুর জামান জোয়ার্দ্দার, মেডিক্যাল অফিসার ডাক্তার নাজমুস সাকিব সহ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত, সোমবার (২ ডিসেম্বর) রাত সোয়া ৯ টার দিকে চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের নিকট একটি চায়ের দোকেন বসে থাকা অবস্থায় স্বাস্থ্যকর্মী ফয়সাল হোসেন বিদ্যুতের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে তার শরীরর বিভিন্নস্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে এ দিন রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
One thought on “চুয়াডাঙ্গায় স্বাস্থ্যকর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তারের দাবিতে চিকিৎসকদের মানববন্ধন”