চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সাল হোসেন বিদ্যুতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খাঁনের নেতৃত্বে শহরের পুরাতন সাহিত্য পরিষদ চত্বর থেকেএকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে পৌঁছালে সেখানে সমাবেশের আয়োজন করা হয়।
আরও পড়ুন
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎকে কুপিয়ে জখম, রাজশাহী রেফার্ড
উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের শাহাজান খাঁন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইন্তিয়ার হোসেন ইরন, সহ সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি খন্দকার আরিফ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন জোয়ার্দার, কায়েস আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জিন্নাহ ফয়সাল ইকবাল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাহাবুব, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক মাসুদ, যুবদল নেতা বাপ্পী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সাল হোসেন বিদ্যুত একজন নম্র, ভদ্র সাংগঠনিক একজন ছাত্রনেতা। চুয়াডাঙ্গা পুলিশ প্রশাসনকে চিহ্নিত মাদকাসক্ত কতিপয় সন্ত্রাসীদের গ্রেফতার করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানায়। নতুবা চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় স্বাস্থ্যকর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তারের দাবিতে চিকিৎসকদের মানববন্ধন
আরও উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক ওয়ালিদ হাসান, জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৌরভ আরেফিন শাওন, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান বিজন, জেলা ছাত্রদলের সদস্য খালিদ খান, সহসাংগঠনিক সম্পাদক ইকরা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শুকর আলী, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক আঃ লতিফ, সদস্য নূর মোহাম্মদ বাপ্পী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নস্কর সবুজ, সিয়াম, রাফিউর রহমান লিংঙ্কন, পারভেজ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন আলী, দেলোয়ার, রাকিব, সুরজ আলীসহ যুবদলের স্বেচ্ছাসেবক দলের ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, সোমবার (২ ডিসেম্বর) রাত সোয়া ৯ টার দিকে মাথাভাঙ্গা ব্রিজের অদূরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের মাদকাসক্ত কতিপয় সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে।
এএইচ