চুয়াডাঙ্গার দর্শনায় ফরমান আলী (৫৫) নামের এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগকর্মী রাশেদের বিরুদ্ধে। এতে তিনি সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে দর্শনা পৌর এলাকার জনতা ব্যাংকের নিকট এ ঘটনা ঘটে।
এদিকে, ঘটনার পরই দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী রাশেদকে (৪০) গ্রেপ্তার করেছে। দুপুরেই বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
অভিযুক্ত রাশেদ দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মসজিদপাড়ার আমিরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় সাবেক পৌর কাউন্সিলর আশুকে কুপিয়েছে ছাত্রলীগ কর্মী রাশেদ
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮ টার দিকে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাবেক পৌর কাউন্সিলর আশুরুদ্দিন আশুকে কুপিয়ে জখম করে এই ছাত্রলীগকর্মী রাশেদ। এ সময় আশুর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে আহত আশুর চাচা ফরমান আলী বাদি হয়ে দর্শনা থানায় ছাত্রলীগকর্মী রাশেদসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরই জের ধরে আজ শনিবার (০২ নভেম্বর) সকালে মামলার বাদি ফরমান আলীকে ধারাল অস্ত্র দিয়ে ধাওয়া করে রাশেদ। পরে জনতা ব্যাংকের নিকট পৌছালে ফরমান আলীকে মারধর করে। এতে ফরমান আলী সামান্য আহন হন।

গ্রেপ্তার রাশেদ
আহত ফরমান আলীর ছেলে ফাহিম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমরা বিএনপির করি এ জন্য বিভিন্ন সময় আমাদের হুমকি ধামকি দিয়ে আসছিল ছাত্রলীগকর্মী রাশেদ। এর আগে আমার বাবার ভাতিজা সাবেক কাউন্সিলর আশুকে কুপিয়ে জখম করে। আজ আমার বাবাকে মারধর করেছে রাশেদ। তার নিকট পিস্তল আছে। এ জন্য এলাকায় তার বিরুদ্ধে কথা বলতে ভয় পাই।
তিনি আরও বলেন, আমার বাবাকে দেশীয় অস্ত্র (ডাসা) দিয়ে আঘাত করলে শরীরের বিভিন্নস্থানে ছেচা বাড়ি লাগে। কোন সেলাই যায়নি। এছাড়া আমাদের ইট ভাটাতে গিয়ে হামলা চালিয়ে চেয়ার ভাঙ্গচুর করেছে। ম্যানেজারকে মারধর করেছে। সকল স্টাফদের ভাটা থেকে তাড়িয়ে দিয়েছে এবং চাঁদা দাবি করেছে।
খোজ নিয়ে জানা গেছে, পুকুরের মাছ নিয়ে বিরোধ ও আওয়ামীলীগ সরকার থাকাকালীন সময় সাবেক কাউন্সিলর আশুর সঙ্গে বিভিন্ম ইস্যু নিয়ে রাশেদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত রাশেদকে আটক করে মারধর শেষে পুলিশের নিকট হন্তান্তর করে। পরে পুলিশ তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় সাবেক পৌর কাউন্সিলর আশুকে কুপিয়ে জখম : ছাত্রলীগকর্মী রাশেদসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাশেদকে গ্রেপ্তার করে। এরপরই সাবেক কাউন্সিলর আশুরুদ্দিনের উপর হামলার ঘটনার মামলায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, আজ ফরমান আলীকে হাসুয়া নিয়ে রাশেদ ধাওয়া করেছিল বলে জেনেছি। আমি তার সঙ্গে কথাও বলেছি। কোপানোর ঘটনা ঘটেনি। মারধরে তিনি সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ বা মামলা হয়নি।
এএইচ