চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাবেক পৌর কাউন্সিলর আশুকে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে।
এ সময় তার কাছে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ কর্মী রাশেদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮ টার দিকে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আহত আশুরদ্দীন আশু দর্শনা পৌরসভার ৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামের রবজেল মন্ডলের ছেলে।
অভিযোগ সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮ টার দিকে ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদ মোড়ে আশুকে মোবাইল ফোনে কল দিয়ে ডাকে একই গ্রামের মসজিদ পাড়ার সানিরুলের ছেলে ছাত্রলীগ কর্মী রাশেদ। এরপর আশু তার নিজ মোটরসাইকেল রেখে রাশেদের ডাকে একটু সামনের দিকে এগিয়ে গেলে দুজনের মধ্যে কথোপকথন হয়। এরপরই হঠাৎ আচমকা এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে আশুকে। পালসার মোটরসাইকেলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিক আশপাশের লোকজন ছুঁটে এসে রক্তাক্ত আহত অবস্থায় আশুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায় এবং মোটরসাইকেলের আগুন নিভানোর চেষ্টা করে। পরে সদর হাসপাতালে ভর্তি করে তার শরীরের মাথায়, পিঠে, হাতে ও পায়ে ১৫টি সেলাই করা হয়েছে বলেও জানাগেছে।
আহতর পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন, এটা রাশেদের পূর্ব পরিকল্পিত ঘটনা। তবে কেন কুপিয়েছে তা সঠিক জানা নেই। রাশেদ ছাত্রলীগের একজন কর্মী এবং এলাকার নামকরা মাদক ব্যবসায়ী। তার নামে মাদক ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, আমরা এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
সুত্র – দৈনিক আকাশ খবর
এএইচ