চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী বহুমুখী কওমী মাদরাসার উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে থাকছেন দেশের আলোচিত ও প্রসিদ্ধ ইসলামী বক্তা মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক (কুয়াকাটা)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বাদ জোহর থেকে মাদরাসা সংলগ্ন মাঠে মাহফিলটির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
মাদরাসার পরিচালক মুফতী আনোয়ার হুসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ, দেশের স্বনামধন্য বক্তা মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক (কুয়াকাটা) বাদ মাগরিব বয়ান করবেন। বয়ান শেষ করেই তিনি মেহেরপুরে আরেকটি মাহফিলের উদ্দেশ্যে রওয়ানা করবেন।
হিজলগাড়ী বহুমুখী কওমী মাদরাসার সভাপতি, চক্ষু চিকিৎসক আলহাজ্ব ফকির আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য তাফসিরুল কুরআন মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে থাকছেন চুয়াডাঙ্গার সুপরিচিত বক্তা মাওলানা আবুজার গিফারী ও বিশেষ বক্তা হিসেবে আলোচনা রাখবেন মুফতী ফরিদ উদ্দিন আজহার। এছাড়াও স্থানীয় উলামা, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মাহফিলে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এএইচ