চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মশিউর রহমান রানা (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
আজ সোমবার (০৭ অক্টোবর) চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একাধিক সুত্রে গ্রেপ্তারের বিষয়টি রেডিও চুয়াডাঙ্গাকে নিশ্চিত করেছে।
আরও পড়ুন
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা : সাতগাড়ির রাব্বি গ্রেপ্তার
গ্রেপ্তার মশিউর রহমান রানা পৌর এলাকার ভিমরুল্লাহ ফকিরপাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা বলে জানা গেছে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত ছিলেন মশিউর রহমান। রোববার রাতে সেনাবাহিনীর একটি দল তাকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করেন। আজ সোমবার সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এএইচ