চুয়াডাঙ্গার সরোজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় রাব্বি আলী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাব্বী আলী সাতগাড়ি গ্রামের নতুনপাড়ার রবিউল ইসলামের ছেলে।
পুলিশের দাবি, আটক রাব্বি গত ১৮ জুলাই সরোজগঞ্জে ছাত্রদের ওপর হামলার ঘটনায় সদর উপজেলার মুহম্মদজুমা গ্রামের আমিনুল ইসলামের ছেলে তৌফিক আহমেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে রাব্বি আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে গত ১৮ জুলাই সরোজগঞ্জ বাজারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন শুরু করেন। ওই শান্তিপূর্ণ কর্মসূচিতে এলোপাতাড়ি হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তাদের হামলায় অনেক শিক্ষার্থী আহত হয়। হামলার বিভিন্ন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, গ্রেপ্তার আসামি রাব্বী আলী দেশীয় অস্ত্র হাতে হামলাকারীদের সাথে যোগ দিয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর আক্রমণ চালায়। পরে ওই ঘটনায় মামলা হলে রাব্বী আলী অজ্ঞাতনামা আসামি ছিলেন। পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তার সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে বলে জানায়।
সুত্র : দৈনিক সময়ের সমীকরণ
এএইচ
One thought on “চুয়াডাঙ্গার সরোজগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা : সাতগাড়ির রাব্বি গ্রেপ্তার”