চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল এলাকায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন। আজ রোববার (১০ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় এ অভিযান চালানো হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগ একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মঘ।সাজজাদ হোসেন।

অভিযান সুত্রে জানা গেছে, অনিবন্ধিত হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলার প্রশাসন।
এসময়য় চিকিৎসক-নার্স না থাকা, মেয়াদউত্তীর্ণ ওষুধ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আখিতারা নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা এবং ডিজিটাল বাংলা এক্সরে অ্যান্ড ইসিজিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান বলেন, অভিযানে অনিয়মের প্রমাণ পেয়েছি। আখিতারা নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা এবং ডিজিটাল বাংলা এক্সরে অ্যান্ড ইসিজিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বেশ কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
এএইচ