চুয়াডাঙ্গার জীবননগর থেকে ৩ কেজি ভয়ংকর ক্রিস্টাল মেথের (আইস) বড় চালান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৫৮ বিজিবি)। যার বাজার মূল্য ১৫ কোটি ২০ লক্ষ টাকা।
তবে চোরাকারবারি কাউকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যের ভিত্তিতে জানা যায়, যশোর থেকে যাত্রীবাহী বাসে চুয়াডাঙ্গার দর্শনায় মাদকের বড় চালান আসবে। পরে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার ফুলের মার্কেট এবং মহেশপুর-জীবননগর সড়কের উপর পৃথক পৃথক স্থানে ওৎ পেতে থাকেন।
কিছুক্ষণ পর ফুলের মার্কেটের সামনে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করেন বিজিবি সদস্যরা। পরবর্তীতে বিজিবি টহল দল যাত্রীবাহী বাস তল্লাশী করে বাসের ভিতরে পিছনের ডান সাইডে মাথার উপরে ব্যাগ রাখার স্থানে প্লাস্টিকের ব্যাগ থেকে একটি কার্টুন মালিক বিহীন অবস্থায় জব্দ করেন। জব্দকৃত কার্টুনটি খুলে ৩ কেজি ৪০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চোরাকারবারী বিজিবি টহল দলের সড়কে অবস্থান নেওয়ার বিষয়টি জানতে পেরে পূর্ব থেকেই আত্মগোপনে চলে যায় বলে ধারনা করা হচ্ছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১৫ কোটি ২০ লক্ষ টাকা।
এএইচ
One thought on “চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ১৫ কোটি টাকার ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার”