জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হামিদুল হক টুটুল ও সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুলের নেতৃত্বে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ থেকে একটি সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে শেষ হয়। এরপরই সাহিত্য পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হামিদুল হক টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জুয়েল খান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ খান।

বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডা. শামীমা ইয়াসমিন ও সহযোগী হিসেবে ছিলেন ডিপ্লোমা মেডিকেল এসিস্ট্যান্ট অপু মালিক।
আলোচনা সভা সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের নাট্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সহ-কৃষি বিষয়ক সম্পাদক সুরুজ খান, সামিউল আলম সানা, আশরাফুল আলম আশা, জীবননগর থানা যুগ্ন আহবায়ক মাসুদ আরিফ, দর্শনা থানা যুগ্ম আহবায়ক জামাত আলী, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক সাইদুর রহমান বিজন, জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন বিশ্বাস, জেলা ছাত্রদলের সহ সভাপতি খন্দকার আরিফ, নাঈম হাসান, শাহাবুদ্দিন আহমেদ,যুগ্ন সম্পাদক সাদ্দাম হোসেন, রোকন জোয়ার্দার, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়ালিদ হাসান প্রমূখ।