১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার সেই লাল্টু কারাগারে

চুয়াডাঙ্গায় পৃথক দুই মামলায় নুরুজ্জামান লাল্টুকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে পুলিশ আদালতে নিলে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ আদালত।

এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দোকান ভাঙচুরসহ লুটপাটের অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন আলমডাঙ্গা উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল্লাহ আল ফারুক।

একইদিন দুপুরে লাল্টুকে সেনাবাহিনী আটক করে। পরে রাতে তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার এজাহার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারের রাজিব বস্ত্রালয়ের মালিক আব্দুল্লাহ আল ফারুক। গত ৫ আগস্ট রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে নুরুজ্জামান লাল্টুসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে আব্দুল্লাহ আল ফারুকের ওপর হামলা করেন। এসময় ফারুক দৌঁড়ে পালিয়ে যান। পরে লাল্টুসহ তার লোকজন ভালাইপুর মোড়ে ফারুকের দোকানে হামলা চালিয়ে নগদ টাকাসহ মালামাল লুট করে পালিয়ে যায়।

আলমডাঙ্গা থানায় ফারুক তার অভিযোগে উল্লেখ করেন, লাল্টু ও তার লোকজন দোকান ভেঙ্গে ৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। একই সাথে দোকানে থাকা ২২ লাখ টাকার মালামালে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

শনিবার দুপুরে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেয় পুলিশ। পরে বিজ্ঞ আদালত নুরুজ্জামান লাল্টুকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলেই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালক নি হ ত

চুয়াডাঙ্গার সেই লাল্টু কারাগারে

প্রকাশের সময় : ১১:২১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গায় পৃথক দুই মামলায় নুরুজ্জামান লাল্টুকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে পুলিশ আদালতে নিলে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ আদালত।

এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দোকান ভাঙচুরসহ লুটপাটের অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন আলমডাঙ্গা উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল্লাহ আল ফারুক।

একইদিন দুপুরে লাল্টুকে সেনাবাহিনী আটক করে। পরে রাতে তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার এজাহার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারের রাজিব বস্ত্রালয়ের মালিক আব্দুল্লাহ আল ফারুক। গত ৫ আগস্ট রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে নুরুজ্জামান লাল্টুসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে আব্দুল্লাহ আল ফারুকের ওপর হামলা করেন। এসময় ফারুক দৌঁড়ে পালিয়ে যান। পরে লাল্টুসহ তার লোকজন ভালাইপুর মোড়ে ফারুকের দোকানে হামলা চালিয়ে নগদ টাকাসহ মালামাল লুট করে পালিয়ে যায়।

আলমডাঙ্গা থানায় ফারুক তার অভিযোগে উল্লেখ করেন, লাল্টু ও তার লোকজন দোকান ভেঙ্গে ৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। একই সাথে দোকানে থাকা ২২ লাখ টাকার মালামালে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

শনিবার দুপুরে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেয় পুলিশ। পরে বিজ্ঞ আদালত নুরুজ্জামান লাল্টুকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলেই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।